Amdanga Jugal Kishore Mahavidyalaya

Affiliated to West Bengal State University,
NAAC Accredited with Grade B
Sadhanpur, P.S.-Amdanga, 24 Pgs (North), West Bengal 743221

Code of Conduct for Students:

 

  • Students must carry the photo ID card issued by the college every day and should be produced or submitted on demand at any point of time.
  • No outsider without a valid photo ID card shall be allowed on the college premises.
  • Students must adhere to the Time table and Academic Calendar for attending classes and other cocurricular activities.
  • If any student is absent without notice for more than a month, her/his name will be stricken off from the college register.
  • 75 % attendance in classroom is mandatory for being eligible to appear in college / university exams.
  • Ragging in any form is strictly prohibited on the college campus.
  • Students must obtain their clearance from the college before receiving admit card for the University examination. These will include a) Library Clearance, b) Attendance Clearance, C) Fee clearance D) Any other dues.
  • Use of mobile phones during lectures without the explicit permission of the class teacher is strictly prohibited and will lead to stringent disciplinary action.
  • Silence should be maintained in the library as well as in corridors and stairs during college hours.
  • Students are expected to read notices/circulars displayed on the notice board and/or college websites.
  • Students must help to keep the campus neat and clean. Spitting, littering, and making noise on the stairs and corridors are strictly prohibited.
  • Students are not allowed to keep their four-wheeler automobiles inside the campus.
  • Students should park their two-wheelers including cycles in the designated trussed space to avoid prosecution.
  • Our college campus is a plastic free zone. Therefore, students must keep the campus free from non-recyclable plastics.
  • Proper and polite use of language is highly recommended.
  • Students must maintain public decency, health, and hygiene.
  • Smoking, use of drugs or even carrying any such or other contraband substance within the college premise is strictly prohibited and subject to legal action.
  • Pleading ignorance of this code of conduct will not be considered as an excuse for violating the same.
  • ছাত্রছাত্রীদের আচরণবিধি

  • কলেজে থাকাকালীন ছাত্রছাত্রীদের সবসময়ে ছবিসহ পরিচয়পত্রটি (ফোটো আইডেন্টিটি কার্ড) সঙ্গে রাখতে হবে।
  • উপযুক্ত পরিচয়পত্র ছাড়া কাউকে কলেজে প্রবেশের অনুমতি দেওয়া হবে না।
  • কোনও ছাত্র বা ছাত্রী কর্তৃপক্ষকে না জানিয়ে টানা একমাসের বেশি অনুপস্থিত থাকলে তার নাম কলেজ রেজিস্টার থেকে বাদ দেওয়া হবে।
  • কলেজ ক্যাম্পাসে র‍্যাগিং সম্পূর্ণ নিষিদ্ধ।
  • ক্যাম্পাসের মধ্যে ছাত্রছাত্রীদের চারচাকার গাড়ি পার্ক করা নিষিদ্ধ।
  • পুনরায় ব্যবহার করা যায় না এমন প্লাস্টিক দ্রব্যের ব্যবহার থেকে ছাত্রছাত্রীদের বিরত থাকতে হবে।
  • ছাত্রছাত্রীদের এই কলেজ ক্যাম্পাসকে পরিচ্ছন্ন রাখায় সহায়তা করতে হবে। যেখানে সেখানে থুতু ফেলা, নোংরা করা সিঁড়ি ও করিডোরে অনাবশ্যক আওয়াজ করা সম্পূর্ণ নিষিদ্ধ।
  • পারস্পরিক ভাববিনিময়ের সময় ছাত্রছাত্রীদের ভাষার শালীনতা ও সংযম সম্পর্কে সচেতন থাকতে হবে।
  • লাইব্রেরিতে সম্পূর্ণ নীরবতা বজায় রাখতে হবে।
  • ছাত্রছাত্রীদের ব্যবহারিক শালীনতা ও পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে।
  • কলেজের পরীক্ষায় বসার জন্য ন্যূনতম ৭৫% উপস্থিতি বাধ্যতামূলক।
  • ধুমপান বা অন্য কোনও নেশার দ্রব্যের ব্যবহার কলেজ ক্যাম্পাসে সম্পূর্ণ নিষিদ্ধ।
  • ক্লাস, পরীক্ষা এবং অন্যান্য সহশিক্ষামূলক কার্যাবলী সম্পর্কে জানার জন্য ছাত্রছাত্রীদের ক্লাস রুটিন, অ্যাকাডেমিক ক্যালেন্ডার এবং কলেজের নোটিসগুলির উপর নির্ভর করতে হবে।
  • বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার অ্যাডমিট কার্ড নেওয়ার আগে ছাত্রছাত্রীদের কলেজ থেকে এই বিষয়গুলিতে ছাড়পত্র নিতে হবে:- ক) লাইব্রেরি ছাড়পত্র, খ) উপস্থিতির ছাড়পত্র, গ) ফি প্রদানের ছাড়পত্র, ঘ) অন্যান্য ছাড়পত্র।
  • ক্লাস চলাকালীন মোবাইল ফোনের ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।
  • ছাত্রছাত্রীদের নিয়মিত কলেজের নোটিসবোর্ড এবং কলেজের ওয়েবসাইটের প্রতি খেয়াল রাখতে হবে।
  • এই আচরণবিধি সম্পর্কে অজ্ঞতা আচরণবিধিভঙ্গের অজুহাত হিসেবে কখনই মানা হবে না।
  •